সার্চ ইঞ্জিন ইনডেক্সিং কি? | what is search engine indexing

 

what is search engine indexing



সার্চ ইঞ্জিন ইনডেক্সিং কি?

উত্তরঃ সার্চ ইঞ্জিন ইনডেক্সিং বলতে বুঝায় যে, সার্চ ইঞ্জিন এর লিস্টে নিজের ওয়েব সাইটকে ভিজিবল করা ।

বিভিন্ন সার্চইঞ্জিনে নিজের সাইটকে যোগ করাকে বুঝায়।

 এখানে নিজের সাইটের লিস্টিং করলে, ভিজিটর যখন কোন তখ্য সার্চ দিবে, তাহলে ওই সার্চ ইঞ্জিন আমাদের সাবমিট করা সাইট থেকে, যদি ওই কনটেন্ট থাকে, তাহলে তা তার ‍পেজে পর্যায়ক্রমে ধাপে ধাপে ভিজিটরকে দেখাবে, তখন ওই লিংকে ক্লিক করে, আমাদের পেজে আসবে।

মন্তব্যসমূহ